পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনটি তৃণমূলের দখলে থাকলেও ২০২১ সালের বিধানসভা ভোটে ঘাটাল আসনে জিতেছিল বিজেপি। মাসকয়েক আগে পঞ্চায়েত ভোটেও হাড্ডাহাড্ডি লড়াই শেষে ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের দখল নেয় গেরুয়া শিবির। এই পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে বিজেপি পায় ৮টি আসন। তৃণমূলের দখল করে ৭টি।

কিন্তু কয়েকদিন কাটতে না কাটতেই পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। বিজেপির এক সদস্য শাসক দলে যোগ দিলেন। রমা মণ্ডল নামে ওই সদস্যের তৃণমূলে যোগদানে ঘাসফুল শিবিরের সদস্য সংখ্যা বেড়ে হল আট। অন্যদিকে, বিজেপির সংখ্যা কমে দাঁড়াল সাতে।
রমার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত। সেখানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি শঙ্কর দোলুই। রমা মণ্ডল জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের শরিক হতেই দলবদলের সিদ্ধান্ত। এলাকার মানুষের জন্য আরও ভালো করে কাজ করতে পারবেন।







































































































































