কৃষক-দু.র্দশায় নজর নেই মোদি সরকারের! তী.ব্র প্র.তিবাদ কৃষকসভার সমাবেশে

0
3

দেশজুড়ে অত্যাচারিত হচ্ছে কৃষকরা, আত্মহত্যা করেছে। সেইদিকে নজর নেই সঙ্ঘ পরিবারের। উল্টোদিকে উত্তরাখন্ড, হরিয়ানা- দেশজুড়ে দাঙ্গা ছড়াচ্ছে তারা। মঙ্গলবার ধর্মতলার সারা ভারত কৃষকসভার সমাবেশে এই প্রশ্ন তুললেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান।

এদিন ধর্মতলায় মূলত বাংলায় বক্তব্য রাখেন বিজু কৃষ্ণান। তিনি বলেন, ‘‘কেন্দ্রের মোদি সরকার কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার কী হলো? কৃষক আত্মহত্যা করছে কেন তাহলে? ২০১৪-২০২৩ পর্যন্ত ১ লক্ষ কৃষক এবং ৩ লক্ষ খেতমজুর আত্মহত্যা করেছেন। রাজ্যে একের পর এক জেলায়, বর্ধমানে ১৪৭ জন কৃষক আত্মহত্যা করেছে। মাত্র ১ জেলায় এটা হলে বাকি জায়গায় কী অবস্থা ভেবে দেখুন। অথচ সরকার ক্ষতিপূরণ দেয়নি।’’

তিনি আরও বলেন কৃষক-শ্রমিক ঐক্য গড়ে উঠছে দেশজুড়ে। ২৬, ২৭ এবং ২৮ নভেম্বর রাজভবন অভিযান হবে গোটা দেশে। লক্ষ লক্ষ কৃষকের জমায়েত হবে।

আরও পড়ুন- পড়ুয়াদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে সবার আধার কার্ড তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার