গুণীজন সম্বর্ধনা, জমজমাট বোধি ভবনস কলেজিয়েট স্কুলের বার্ষিক অনুষ্ঠান

0
1

গুণীজন সম্বর্ধনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট বোধি ভবনস কলেজিয়েট স্কুলের বার্ষিক অনুষ্ঠান। মঙ্গলবার, সন্ধেয় উত্তম মঞ্চে এই অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (Lifetime Achievement Award) দেওয়া হল পণ্ডিত অজয় চক্রবর্তীকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দ, বিধায়ক দেবাশিস কুমার, নৃত্যশিল্পী ও সমাজকর্মী অলকানন্দা রায়। এই অনুষ্ঠানে পাঁচটি স্কুলের (School) প্রিন্সিপালদের সেরার সম্মান দেওয়া হয়।

যে প্রিন্সিপালরা সম্মান পেলেন:
বিড়লা হাই স্কুল- লাভলিন সায়গল
এপিজে স্কুল, পার্ক স্ট্রিট – পারমিতা গুহ রায়
কেন্দ্রীয় বিদ্যালয়, বালিগঞ্জ- উত্তকুমার
আর্মি পাবলিক স্কুল, বালিগঞ্জ- শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
ভারতীয় বিদ্যাভবন, সল্টলেক – মিস্টার দাশগুপ্ত

বিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য বিশেষ সম্মান দেওয়া হয় ডক্টর শুভাশিস চট্টোপাধ্যায়কে। তিনি ভাবা অ্যাটোমিক রিসার্চের বিজ্ঞানী। তথ্য সংস্কৃতি বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

এর পাশাপাশি এ বছর বোর্ডের পরীক্ষায় সাত কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়। সেরা শিক্ষকদেরও সম্মান জানানো হয়। স্কুলের (School) পড়ুয়ারা মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

আরও পড়ুন- শুভেন্দুর সভায় “মমতাদি জিন্দাবাদ” স্লোগান! মুখ লুকোনোর জায়গা পেলেন না ‘দলবদলু’