কোটায় অব্যাহত পড়ুয়ার রহস্যমৃ. ত্যু

0
3

উচ্চশিক্ষায় ভাল ফলের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমবয়সিরা ভিড় করেন রাজস্থানের কোটায়। কিন্তু সেই কোটাতেই ‘অবসাদের’ বশে অতিরিক্ত পড়ার চাপ নিতে না পেরে প্রাণ হারাচ্ছেন একের পর এক পড়ুয়া। বলা ভাল, কোটা যাওয়াই কাল হচ্ছে পড়ুয়াদের। সোমবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রস্তুতিরত এক পড়ুয়ার ফের মৃত্যুর ঘটনা ঘটে। এইনিয়ে এ বছরে মোট ২৫ জনের মৃত্যুর ঘটনা ঘটল।

আরও পড়ুনঃ কোটায় আবারও পড়ুয়ার মৃ.ত্যু! হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম মাউ থেকে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় এসেছিল মৃত তরুণী। ছাত্রীটির নাম প্রিতম সিং।ডাক্তারির প্রবেশিকা পাশ করার প্রস্তুতি নিচ্ছিল। ‌কোটার বিজ্ঞান নগর এলাকার একটি হস্টেলে পড়ুয়াটি থাকত। বিজ্ঞান নগর থানার স্টেশন ইন-চার্জ কৌশল্যা জানিয়েছেন, সোমবার সকালে প্রিয়ম একটি কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল। দুপুর ৩টে নাগাদ কোচিং থেকে বেরিয়ে হস্টেলে ফেরার পথে রাস্তায় আচমকাই বমি করতে শুরু করে সে। অবস্থার অবনতি হতে থাকলে বন্ধুরা তাকে তড়িঘড়ি নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ ওই হাসপাতালেই প্রিয়মের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা। পরিবারকে খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, সেই রিপোর্ট হাতে এলেই আরও বিস্তারিত জানা যাবে।