যান্ত্রিক গোলযোগের জের! মাঝআকাশ থেকে রহ.স্যজনকভাবে উধাও এফ-৩৫ যু.দ্ধবিমান

0
1

মাঝআকাশ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান (US F 35 Fighter Jet)। জানা গিয়েছে, রবিবার আমেরিকার সাউথ ক্যারোলাইনা (South Carolina) এলাকায় ফাইটার জেটটির রুটিন উড়ান চলছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যুদ্ধবিমানটি। তারপর থেকেই এফ-৩৫ বিমানটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর। এদিকে মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, এফ-৩৫ লাইটনিং জেটটি ইউএস মেরিন কোরের (US Marine Core)। রবিবার নর্থ চার্লসটন এলাকায় উড়ছিল বিমানটি। আচমকাই সেটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়।

এরপরই কোনও মতে ককপিট থেকে বেরিয়ে পড়েন ওই পাইলট। তারপরই বিমানটি আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায় বলে অভিযোগ। ইতিমধ্যে সেটিকে খুঁজে বের করতে জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি চার্লস্টনের মার্কিন সেনাঘাঁটি থেকে স্থানীয়দের কাছেও সাহায্য চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এফ-৩৫ বিমান বিশ্বের সবচেয়ে আধুনিক ফাইটার জেট। রাডার থেকে শুরু করে বিমানটির ‘ওয়েপনস কন্ট্রোল সিস্টেম’ প্রযুক্তি অত্যন্ত গোপনীয় এবং অত্যাধুনিক। তবে কীভাবে আচমকা উধাও হয়ে গেল একটা আস্ত বিমান তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমানে চিনা যন্ত্রাংশ মেলার খবর প্রকাশ্যে আসে। ফলে নতুন জেট কেনার পদ্ধতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। বিশ্বের আধুনিকতম এই বিমানটি মার্কিন সেনার প্রধান ফাইটার জেট। আর সেকারণেই আচমকা উধাও হয়ে যাওয়া জেট নিয়ে কপালে চিন্তার ভাঁজ ওয়াশিংটনের।