আগামিকাল এশিয়ান গেমসের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের সামনে রয়েছে চিন। আর এই ম্যাচে অনন্য নজিরের সামনে টিম ইন্ডিয়ার অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীল ভারতের তৃতীয় অধিনায়ক হতে চলেছেন যিনি দুটি এশিয়ান গেমসের ফুটবল প্রতিযোগিতায় অধিনায়কত্ব করতে চলেছেন।

সুনীল ছেত্রী ভারতের তৃতীয় অধিনায়ক হতে চলেছেন যিনি দুটি এশিয়ান গেমসের ফুটবল প্রতিযোগিতায় অধিনায়কত্ব করতে চলেছেন। এর আগে শৈলেন মান্না ১৯৫১ এবং ১৯৫৪ সালে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। ২০০২ এবং ২০০৬ সালের এশিয়ান গেমসে ভারতের অধিনায়ক ছিলেন বাইচুং ভুটিয়া। আর সুনীল ছেত্রী এর আগে ২০১৪ সালে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। ২০২২ এশিয়ান গেমসেও তাঁর নেতৃত্বেই খেলবে ভারতীয় দল।

আগামিকাল আয়োজক দেশ চিনের বিরুদ্ধে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে নামবে ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রীর নেতৃত্বে গ্রুপ পর্যায় চিন, বাংলাদেশ এবং মায়ানমারের বিরুদ্ধে খেলবে ইগর স্টিম্যাচের দল। প্রসঙ্গত এশিয়ান গেমসে চিনের বিরুদ্ধে ম্যাচটি ভারতীয় ফুটবলের ৫৭ তম ম্যাচ হতে চলেছে। এর আগে দুবার স্বর্ণপদক এবং একবার ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। আরও একবার পদক জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় দল।
আরও পড়ুন:চিনের বিরুদ্ধে নামার আগে আইএসএলের আয়োজকদের একহাত স্টিম্যাচের










































































































































