সূর্যের পথে আরও একধাপ এগিয়ে গেল ইসরোর (ISRO) সৌরযান আদিত্য এল-১। ইতিমধ্যেই সফলভাবে তথ্য সংগ্রহ শুরু করেছে আদিত্য এল ১। সোমবার এক্স প্ল্যাটফর্মে এমনটাই জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ১৯ সেপ্টেম্বরে পৃথিবীর কক্ষপথ ছেড়ে সূর্যের কক্ষপথে ঢুকবে আদিত্য এল ওয়ান। মরিশাস, বেঙ্গালুরু এবং পোর্ট ব্লেয়ারে ইসরোর ‘গ্রাউন্ড স্টেশন’ রয়েছে। আর সেখান থেকেই সৌরযান আদিত্য এল-১ কে (Aditya-L1) পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, কক্ষপথ পরিবর্তনের পর পৃথিবী থেকে আদিত্য এল-১ এর দূরত্ব হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৭৩ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর ২৫৬X১২১৯৭৩ কিলোমিটার কক্ষপথে এখন চক্কর কাটছে সৌরযান।

পৃথিবীর আশপাশে কী কী ধরনের উপাদান রয়েছে, এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে আদিত্য এল ১। ইসরো জানিয়েছে, ইতিমধ্যে কাজ শুরু করেছে আদিত্য এল ওয়ানের মধ্যে থাকা ‘স্টেপ’ প্রযুক্তি। কী কাজ স্টেপের? সৌরজগতের বিভিন্ন উপাদান নিয়ে পরীক্ষানিরীক্ষা চালানোই স্টেপের কাজ। সৌরযানের গায়ে মোট ৬টি সেন্সর রয়েছে। এর সাহায্যে সূর্যের কাছে থাকা আয়ন ও ইলেকট্রন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে। সেই তথ্য যাবে ইসরোর কাছে।

ইসরোর তরফে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে আদিত্য এল ১। সেখান থেকেই তথ্য সংগ্রহ করতে শুরু করেছে সৌর যানের ভিতরে থাকা স্টেপ প্রযুক্তি। আপাতত সৌরযানের মধ্যে থাকা সমস্ত প্রযুক্তিই সঠিকভাবে কাজ করছে বলেই ইসরোর তরফে জানানো হয়েছে।









































































































































