সরকার রাজি থাকলে মণিপুরে আফিম চাষ ধ্বং.স করবে বায়ুসেনার বিমান!

0
2

মণিপুরে আফিম চাষ ধ্বংসে প্রয়োজনে ব্যবহার করা হতে পারে বায়ুসেনার বিমান। রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি লিখলেই তা ভেবে দেখা হবে। মেইতেই নেতাদের এই আশ্বাস দিয়েছেন খোদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

গত সপ্তাহে দিল্লি মেইতেই কো-অর্ডিনেটিং কমিটি (কোকোমি)-র এক প্রতিনিধিদল শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠক করেন। গোষ্ঠী সংঘর্ষে অশান্ত মণিপুর নিয়ে সংগঠনের প্রতিনিধিরা স্মারকলিপি দেন রাজনাথ সিংয়ের কাছে। মণিপুরের সংঘর্ষের প্রসঙ্গে তারা জানায়, আফিম চাষ ধ্বংস করতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ তৎপর হতেই কুকি জঙ্গিরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। আফিম ধ্বংসের জন্য বায়ুসেনাকে ব্যবহারের অনুরোধ জানায় কোকোমি।

এই বিষয়ে সংগঠনের পক্ষে জানানো হয়েছে, “রাজনাথ সিং আফিম চাষ রুখতে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। মণিপুর সরকার যদি এই একই আবেদন কেন্দ্রের কাছে জানায় তাহলে আফিমের জমি ধ্বংস করতে বায়ুসেনার বিমান কাজে লাগানো হবে।” উল্লেখ্য, মণিপুরে সক্রিয় রয়েছে প্রায় ২৫টি কুকি জঙ্গি গোষ্ঠী। একাধিক গোয়েন্দা সংস্থার মতে, এই বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে চিন ও আইএসআই। এছাড়াও, পাহাড়ে রয়েছে মাদকচক্রের ঘাঁটি। মায়ানমার হয়ে সেই মাদক পৌঁছে যায় গোটা বিশ্বে। মেতেইদের অভিযোগ, পাহাড়ে কুকিদের এই মাদকচক্রের জন্যই উৎখাত করা হচ্ছে তাদের।

আরও পড়ুন- তেলাপিয়া মাছ খেয়ে কো.মায় মহিলা! একে একে বিকল হচ্ছে সব অঙ্গ