ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) মৃত্যুর ঘটনা সামনে আসছে। ইতিমধ্যে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, এই ঘটনার পরই তিনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ডেটাবেস (Database) তৈরির নির্দেশ দেন। সেইমতো এবার দুয়ারে সরকার ক্যাম্পে শুরু হল পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণের কাজ। শনিবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরের প্রথম পর্ব শেষ হয়েছে। আর সেই ক্যাম্পেই ১২ লাখেরও বেশি পরিযায়ী শ্রমিক তাঁদের নাম নথিভুক্ত করিয়েছেন।
এবারের দুয়ারে সরকারে যে ৭ সরকারি প্রকল্পের সুবিধা নিতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সেগুলি হল-বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (২৬ লক্ষ), ঐক্যশ্রীর জন্য আবেদন (১২ লক্ষ), পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তিকরণ (১২ লাখ ১৫ হাজার)। পাশাপাশি চলতি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন পড়েছে ৬ লাখ ৮৮ হাজার, স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদন করেছেন ৪ লক্ষ ৮১ হাজার জন। এছাড়াও বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন ৩ লক্ষ ৪২ হাজার মানুষ।
তবে জানা গিয়েছে, দুয়ারে সরকার শেষ হলেও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া চলবে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকেরা চাইলে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও তাঁরা তাঁদের নাম নথিভুক্তিকরণ করাতে পারবেন।