লক্ষ্য লোকসভা, পুজো মিটলেই ফের অভিষেকের ‘নবজোয়ার’

0
1

পঞ্চায়েতে বিপুল সাফল্যের পর লক্ষ্য এবার লোকসভা। তাই পুজোর মরশুম কাটলেই ফের নবজোয়ার যাত্রায় বেরিয়ে পড়বেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার আগে বাংলার মন বুঝতেই ফের নবজোয়ার কর্মসূচিতে নামবেন অভিষেক।

আরও পড়ুনঃ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হল কবিগুরুর শান্তিনিকেতন, উচ্ছ্বসিত মমতা-অভিষেক

পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার থেকে কাকদ্বীপ, জলঙ্গি থেকে জঙ্গলমহল, একটানা ৫১ দিনে গ্রামবাংলার মাটি চষে ফেলেছিলেন। রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের মতামত নিয়েছেন। ঝড়-জল-বৃষ্টি উপেক্ষা করে মাঠেঘাটে রাত কাটিয়েছেন। করেছেন একের পর এক জনসভা। রাজনৈতিক মহল মনে করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার সুফল মিলেছিল পঞ্চায়েত ভোটে।

তৃণমূল সূত্রে খবর, পুজোর পর নবজোয়ার যাত্রা হবে রাজ্যের ৪২টি লোকসভা আসনকে পাখির চোখ করে। একদিকে তৃণমূল সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার কথা। দিয়ে যেমন নবজোয়ার যাত্রা হবে একইসঙ্গে INDIA জোট নিয়ে রাজ্যবাসীর পালস বুঝে নেওয়ার চেষ্টা করবেন অভিষেক।

অন্যদিকে, যেমন কথা তেমন কাজ। পঞ্চায়েত বোর্ড গঠনের ৩ মাস পেরিয়ে যাবে। ফলে নবজোয়ার যাত্রা থেকে মিলবে রিপোর্ট কার্ড, অর্থাৎ নতুন পঞ্চায়েত বোর্ড ও নির্বাচিত প্রতিনিধি কতটা প্রত্যাশা পূরণ করতে পারলেন সেটা মানুষের মতামত থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন অভিষেক।