
কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী
বার্সেলোনা: মাদ্রিদের পরে বার্সেলোনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে প্রবল উৎসাহ বাঙালি তথা ভারতীয়দের মধ্যে। মাদ্রিদ থেকে ট্রেনে রবিবার বিকেলেই বার্সেলোনা পৌঁছন মুখ্যমন্ত্রী। আর তাঁর সঙ্গে দেখা করার, কথা বলার জন্য বাঙালিদের মধ্যে রীতিমতো হুড়ো পড়ে যায়। এদিকে তাঁর সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী সম্বোধন করেন। তাতে প্রবল সমর্থন জানান উপস্থিত সকলে। প্রমাণ হয় প্রবাসী বাঙালি তথা ভারতীয়দের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা জনপ্রিয়।

সংস্কৃতি প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণেই বার্সেলোনায় তাঁকে অভ্যর্থনা জানাতে প্রবাসী ভারতীয়দের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিশ্বভারতীর কে ইউনেস্কো সম্মান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই গর্বের দিন বার্সেলোনাতেই পালন হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক বলেন, আগে বার্সেলোনায় ভারতীয় সংখ্যা খুব কম ছিল। প্রথমে আসেন সিন্ধ্রিরা। তারপর একে একে তেলুগু, মারাঠি, বাঙালি-সহ ভারতের বিভিন্ন প্রান্তের লোক জড়ো হয়েছে এই বার্সেলোনায়। এ বছর সেখানে মারাঠিরা গণেশ পুজো করছেন। বেশ কয়েক বছর ধরে চলছে দুর্গাপুজো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে অত্যন্ত উৎসাহী বার্সেলোনা। ‘দিদি আসছেন’ শুনেই বার্সেলোনার বাঙালি অ্যাসোসিয়েশনের গ্রুপ আট থেকে বেড়ে একশো হয়েছে। রোজই বাড়ছে সংখ্যা।



আরও পড়ুন- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হল কবিগুরুর শান্তিনিকেতন, উচ্ছ্বসিত মমতা-অভিষেক




 
 
 
 






























































































































