বাড়ির কাছে বাইক পার্কিং নিয়ে মনোজ হালদার (Manoj Haldar) নামে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা ছিল অরবিন্দ মণ্ডল (Arbindo Mondal)নামের এক যুবকের। পুলিশ জানিয়েছে, দক্ষিণ পূর্ব দিল্লির সরিত বিহার এলাকায় ওই যুবকের বাড়ি। শনিবার সন্ধ্যায় ছেলেকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে পার্কিং নিয়ে ফের বচসা শুরু হয়। শেষ পর্যন্ত উভয়ের মধ্যে বনিবনা হওয়ার পরেই ঘরে ফেরেন অরবিন্দ। এরপর রাত সাড়ে ৯টা নাগাদ ৬ জন দুষ্কৃতী অরবিন্দর বাড়িতে ঢুকে হামলা চালায়। রেহাই পাননি তাঁর স্ত্রী- সন্তানও। গুরুতর আহত অবস্থায় অরবিন্দকে কাছের হাসপাতালে ভর্তি করা হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে পৌঁছে রাজু পাত্র, রবি আলিয়াস গোলু এবং শম্ভুকে গ্রেফতার করে। বিজয় ও মূল অভিযুক্ত মনোজের খোঁজ চলছে।







































































































































