যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পর ফের কলকাতার এক কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ। দিনের পর দিন সিনিয়রদের কাছে মানসিক ও শারীরিক ভাবে নিগৃহীত হয়েছিলেন প্রথম বর্ষের এক ছাত্র। বিষয়টি প্রথমে চেপে গেলেও এবার নিগৃহীত ছাত্র জানায় অভিযোগ করেছে।
জানা গিয়েছে, এন্টালির সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে মাস ছয়েক আগে ঘটনাটি ঘটে। কলেজে প্রথম বর্ষের ওই ছাত্রকে তৃতীয় বর্ষের এক ছাত্র ব়্যাগিং করে বলে অভিযোগ। তখন না জানালেও সম্প্রতি ওই ছাত্র তাঁর কলেজের প্রিন্সিপালকে এই বিষয়ে অভিযোগ জানান।
অভিযোগ পাওয়ার পরই বিষয়টি ‘ইন্টারনাল ‘অ্যান্টি-ব়্যাগিং কমিটি’ অনুসন্ধান করে। এরপরে পুলিশে অভিযোগ জানান সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের প্রিন্সিপাল। অ্যান্টি-ব়্যাগিং অ্যাক্টের ৪ নম্বর ধারা ও আইপিসির ৫০৬ ধারায় মামলা হয়েছে।
অভিযুক্ত তৃতীয় বর্ষের ছাত্রটি জানিয়েছে ‘ও আমাদের ভাইয়ের মতো, ওর সঙ্গে ব়্যাগিং বা ওই জাতীয় কিছুই করা হয়নি। তখন কলেজে ক্যাম্পাসিং চলছিল, ও ছেঁড়া-ফাটা জিনস পরে কলেজে এসেছিল। তখন ওকে একটু চড়া গলায় বলে ফেলেছিলাম, ওই ধরনের জিনস পরে ওই সময়টায় কলেজে না আসতে। তবে এটা বলে ফেলে আমি নিজেই ভেবে দেখি যে, এভাবে ওর সঙ্গে কথা বলাটা আমার ঠিক হয়নি। আমি এর জন্য পরে ওর কাছে ক্ষমাও চেয়ে নিই।’ তদন্তে নেমে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।