গলায় ব্লে.ড চালিয়ে ভিন রাজ্যের যুবককে অ.পহরণ কলকাতায়

0
1

গলায় ব্লেড চালিয়ে খোদ কলকাতার বুক থেকে ভিন রাজ্যের এক যুবককে অপহরণ করল দুষ্কৃতীরা। জনবহুল ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন মোহরকুঞ্জ থেকে ঝাড়খণ্ডের ওই যুবককে অপহরণ করা হয়। ব্লেডের আঘাতে যুবকের গলায় গুরুতর আঘাত লাগে যুবকের।

এরপর মাত্র ৬০০০ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে দুষ্কৃতীরা। অপহৃত যুবকের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে হেস্টিংস থানার পুলিশ ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করেছে। একবালপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ওই যুবককে।

পুলিশ সূত্রে খবর, করণ কুমার নামে ধানবাদের ওই যুবক কলকাতায় ঘুরতে এসেছিলেন। ভিক্টোরিয়ায় বেড়াতে যাওয়ার সময় মোহরকুঞ্জের সামনে করণকে আচমকাই টেনে একটি বাসে তুলে নেয় ৩ জন। করণের কাকা বীরেন্দ্র পণ্ডিতের কাছ থেকে ৬০০০ টাকা চাওয়া হয়।

আরও পড়ুন:দমদমে ৫ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত লোকাল ট্রেন! বন্ধ ট্রেন চলাচল