ভার্চুয়াল শুনানির ভবিষ্যৎ কী? হাইকোর্ট-ট্রাইব্যুনালের কাছে রিপোর্ট তলব শীর্ষ আদালতের

0
1

দেশের সমস্ত হাইকোর্ট (High Court) ও কিছু ট্রাইব্যুনালে (Tribunal) এখনও কী ভার্চুয়াল শুনানি (Virtual Hearing) হচ্ছে? এখনও কী আইনজীবী ও মামলাকারীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে? নাকি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এই হাইব্রিড মোড (Hybrid Mode)? শুক্রবার এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ সাফ জানিয়েছে শীর্ষ আদালত দীর্ঘদিন ধরে এই সমস্যাটি উত্থাপন করার পরিকল্পনা করছে।

ইতিমধ্যে দেশের সব হাইকোর্টে এই মর্মে নোটিশ পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT), ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইব্যুনাল (NCALT) এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT) কেও নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের একটি হলফনামা দাখিলের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

তবে এদিন সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, আমরা এনসিএলটি, এনসিএলএটি, এনজিটি-কেও নোটিশ পাঠিয়েছি। যেখানে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ভার্চুয়াল শুনানি নিয়ে আদালতের প্রশ্নের উত্তর দেবেন। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট শুনানির জন্য ভিডিও কনফারেন্সিং ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আর সেই নিয়েই শীর্ষ আদালতে দায়ের হয় মামলা। এদিন মামলার শুনানি চলাকালীন মামলাকারী আদালত চত্বরে উপস্থিত ছিলেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাকারীকে বিষয়গুলি সামনে আনার জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন- চাঁদনি চকে এলআইসি বিল্ডিংয়ে অ.গ্নিকাণ্ড, দমকলের ৪ ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আ.গুন