গত বুধবারই ঘোষণা করা হয়েছে এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল। আর এশিয়ান গেমসে ভারতীয় দল নিয়ে ক্ষুব্ধ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সুনীল ছেত্রী। একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে ভারতীয় দল। কিন্তু সেই দলে তিন সিনিয়র ফুটবলার ও বিভিন্ন ক্লাবের তরুণ তারকা ফুটবলারের থাকার কথা থাকলেও তা হয়নি। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ক্যাপ্টেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এমন টিম বানানো হবে, তা ফেডারেশন আমাকে জানায়নি। এটা কেমন দল? কেউই কাউকে চেনে না, একসঙ্গে অনুশীলন করার মতো সময়ও নেই।” পাশাপাশি তিনি বলেছেন, “আমার মনে হয়, দেশের লজ্জা বাড়ানোর জন্য এমন দল পাঠানো দরকার নেই। তার জায়গায় ক্লিফোর্ড মিরান্ডাকে কোচ করে বি টিম পাঠানো যেত।” ১৯ সেপ্টেম্বর চীনের বিরুদ্ধে এশিয়ান গেমসের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল।
দেশের হয়ে খেলবেন সুনীল, বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট সুনীলের এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন। ভারতীয় দলের ক্যাপ্টেন বলেন, “আমাকে এশিয়ান গেমসের জন্য ছাড়তে হওয়ায় আমার দলের ক্রেশন খুশি নন। কিন্তু কী করব দেশ তো সবার আগে। আইএসএল-এর ক্লাবগুলোকে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ যে লিস্ট পাঠিয়েছিলেন সেখান থেকে দু’জন ফুটবলারকে ছাড়া গেল না? তাহলে ভারতীয় দলের এত লজ্জার মুখে পড়তে হতো না।”
এশিয়ান গেমসে ভারতীয় দলের সুযোগ পাওয়া ফুটবলারদের সঙ্গে শেষ কবে খেলেছেন তা মনে করতে পারছেন না সুনীল। তিনি বলেন,”ভারতীয় দলে থাকা সুমিত রাঠি নরেন্দ্র গেহলটদের শেষ কবে খেলেছি মনেই করতে পারছি না। এশিয়ান গেমসে ওদের নিয়েই খেলতে হবে। তাতে যেমন আমি স্বাছন্দ্য বোধ করব না, তেমনই আমাকে নিয়ে খেলতে ওদেরও অসুবিধা হবে।”
সুনীল পাশাপাশি অবশ্য জানিয়েছেন মোহনবাগান, মুম্বই সিটি এফসি এবং ওড়িশা এফসি ফুটবলার না ছাড়ার কারণটাও তিনি বোঝেন। কারণ জাতীয় দলের পাশাপাশি ক্লাবের হয়েও তাদের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে হবে। সামনেই রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ অথবা এফসি কাপের মতন টুর্নামেন্টগুলো।
আরও পড়ুন:আজ সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ