মেসি আসছেন কলকাতায়, লা লিগা চাইল ডেডিকেটেড স্টেডিয়াম

0
1


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ:বৃহস্পতিবার লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরের পরেই বাংলার ফুটবলপ্রেমীদের জন্য দুর্দান্ত খবর। ‘ফুটবলের রাজপুত্র’ বিশ্বতারকা লিওনেল মেসি যাবেন কলকাতায়। এদিকে, শুক্রবার এখানে তাপমাত্রার পারদ নেমেছে বেশ কিছুটা। কিন্তু মর্নিংওয়াকে ছেদ নেই মুখ্যমন্ত্রীর। সকালে হাঁটতে বেরোন তিনি।

বৃহস্পতিবার লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরের পরেই ঝাঁপিয়ে পড়েছে লা লিগা। অ্যাকাডেমির জন্য একটি স্টেডিয়াম চাইছে তাঁরা। মুখ্যমন্ত্রী দেখছেন কোথা থেকে স্টেডিয়ামের ব্যবস্থা করা যায়। বাংলার জেলায় জেলায় কাজ করবে রিয়েল মাদ্রিদ। ফুটবল কোচদের উন্নত-অত্যাধুনিক প্রশিক্ষণ দেবে। এখান থেকে প্রশিক্ষকরা যাবেন। বাংলা থেকেও এখানে আসবেন কোচরা।

এরপরই এখানে শিল্প সম্মেলন। আগামিকাল রিয়েল মাদ্রিদের মাঠ দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সঙ্গে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে আরও একটা সম্ভাবনাময় দিনের শুরু মাদ্রিদে।