এশিয়া কাপের সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে হারের মুখ দেখল ভারতীয় দল। এদিন বাংলাদেশের কাছে ৬ রানে হারল রোহিত শর্মার দল। ব্যর্থ গেল শুভমন গিলের দুরন্ত ইনিংস। ১২১ রান করেন তিনি।
আগেই এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। তাই আজ বাংলাদেশের বিরুদ্ধে একাধিক দলে পরিবর্তন করেন রোহিত। বিশ্রাম দেন বিরাট কোহলি-মহম্মদ সিরাজ-যশপ্রীত বুমরাহদের। দলে এসেছেন সূর্যকুমার যাদব-তিলক ভার্মারা। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শাকিব উল হাসান। ৮০ রান করেন তিনি। ৫৪ রান করেন হৃদয়। ৪৪ রান করেন নাসুম আহমেদ। ভারতের হয়ে তিন উইকেট নেন শার্দুল ঠাকুর। দুটি উইকেট নেন মহম্মদ শামি। একটি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা।
জবাবে ব্যাট করতে নেমে ২৫৯ রানে ইনিংস শেষ হয়ে যায় ভারতের। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শুভমন। তবে ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা। শূন্য রানে আউট হন তিনি। ৫ রান করেন তিলক ভার্মা। ১৯ রানে আউট হন কে এল রাহুল। ৪২ রান করেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন মুশতাফিজর রহমান। দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, এবং মেহদি হাসান। একটি করে উইকেট নেন শাকিব এবং মেহদি হাসান মিরাজ।
আরও পড়ুন:গুরুতর আশিকের চোট, কবে মাঠে ফিরবেন বাগানের এই তারকা ফুটবলার?