বৃষ্টির দিনে ফের মেট্রোয় যান্ত্রিক গলোযোগের জেরে থমকে গেল মেট্রোর চাকা। শুক্রবার অফিস টাইমে মেট্রোর এই বিপত্তির কারণে গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল।এর জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যদিও গিরিশ পার্ক এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা চলছে। অন্য দিকে, ময়দান থেকে কবি সুভাষ পর্যন্তও পরিষেবা চালু রয়েছে।
আরও পড়ুনঃ হরিয়ানার নুহ গোষ্ঠীসং.ঘর্ষে জড়িত থাকার অভিযোগ! কংগ্রেস বিধায়ককে গ্রে*ফতার বিজেপি পুলিশের
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে যান্ত্রিক গোলযোগের কারণে গিরিশ পার্ক এবং ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
গত সপ্তাহেই যান্ত্রিক গোলোযোগের কারণে আটকে যায় আপ লাইনের একটি রেক। রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ বন্ধ থাকে মেট্রো চলাচল। লাইনের কাজ চলতে থাকে। স্টেশনগুলিতে দীর্ঘক্ষণ ধরে আটকে থাকতে হয় যাত্রীদের।