ফের উত্ত*প্ত মণিপুর! দুষ্কৃতীদের হানায় নি*হত পুলিশ কর্মী,জ*খম ২

0
1

আবারও অশান্ত ডবল ইঞ্জিন সরকারে মণিপুর। বুধবার হিংসাদীর্ণ মণিপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল পুলিশের এক সাব-ইন্সপেক্টরের। জখম হয়েছেন আরও ২। ঘটনাটি ঘটেছে কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলায়।

আরও পড়ুনঃ ফের হিং.সাদীর্ণ মণিপুর, দুষ্কৃ.তীদের গু.লিতে মৃত ৩

এই ঘটনায় মণিপুরের পুলিশ সুপার কার্তিক মাল্লাদি বলেন, “নিহত ওংমাং হাওকিপ মণিপুর পুলিশের সাব-ইন্সপেক্টর। তিনি চূড়াচাঁদপুরের চিংপেই গ্রামে কর্মরত ছিলেন। বুধবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ওংমাংয়ের এবং আরও ২জন আহত হয়েছেন।” প্রসঙ্গত, মঙ্গলবারই আরও এক কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় তিনজন। গত ৭দিন ধরে টানা মৃত্যুর খবর মিলছে উত্তর-পূর্বের এই রাজ্য থেকে।

উল্লেখ্য, ৫মাস ধরে কুকি-মেইতেই জাতিদাঙ্গায় উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। প্রতিদিন মৃত্যুর খবর মিলছে। হাজার হাজার সেনা মোতায়েনের পরেও হিংসার আগুন চলছে মণিপুরে। জখম বহু। ঘরছাড়া লক্ষ লক্ষ মানুষ।