উলট পুরাণ! লিপস অ্যান্ড বাউন্ডস ফাইলকাণ্ডে এবার রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে ইডি

0
3

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদের ২৪ ঘন্টা কাটেনি। তারই মধ্যে উলট পুরাণ! এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। লিপস অ্যান্ড বাউন্ডসের ফাইলকাণ্ডে নিজেদের এক আধিকারিককে বাঁচাতেই আলালতে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছে ইডি।

সম্প্রতি, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালিয়েছিলেন ইডিকর্তারা। তখনই সংস্থার একটি কম্পিউটারে ১৬টি ফাইল ‘রহস্যময়’ এক্সেল ফাইল ডাউনলোড করেন ইডির এক আধিকারিক। এই ঘটনা নিয়েই লালবাজারে অভিযোগ জানিয়েছেন লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্ট্যান্ট চন্দন বন্দ্যোপাধ্যায়। তারপর ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে লালবাজার।

তদন্তে নেমে ইডির অফিসারদের কলকাতা পুলিশ নোটিশ দিয়ে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন লালবাজারের গোয়েন্দারা। তথ্য চাওয়া হচ্ছে। ইমেল পাঠানো হচ্ছে। তাই তদন্তকারী অফিসারদের রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের আশঙ্কা আশঙ্কা এই ঘটনায় তাদের গোয়েন্দাদের হেফাজতেও চাইতে পারে কলকাতা পুলিশ। তাই আগেভাগেই রক্ষাকবচ নিয়ে রাখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।