বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট সংবাদমাধ্যম তথা ‘গোদি মিডিয়া’ ও তার সঞ্চালকদের এবার বয়কটের সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোট। বুধবার ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক বসে দিল্লিতে এনসিপি প্রধান শারদ পাওয়ারের বাড়িতে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পক্ষপাতদুষ্ট সাংবাদিক ও অ্যাঙ্করদের পরিচালিত টিভি-শোতে বিরোধী জোটের দলগুলির পক্ষ থেকে কোনও প্রতিনিধি পাঠানো হবে না। এ বিষয়ে কোন সঞ্চালকদের টিভি শোতে প্রতিনিধি পাঠানো হবে না সেই তালিকাও এদিন তুলে ধরা হয়েছে জোটের তরফে। সেখানে দেখা যাচ্ছে ১৪ জন সাংবাদিক ও অ্যাঙ্করের নাম। অভিযোগ, বিভিন্ন টিভি চ্যানেলে কর্মরত এই সাংবাদিকরা অনুষ্ঠান পরিচালনার নামে সরাসরি বিজেপির হয়ে গলা ফাটান। কোনও টিভি শোতে কার্যত বিজেপির কথা ও যুক্তিই প্রচার করেন তাঁরা, যা নিরপেক্ষ সাংবাদিকতা ও সঞ্চালনার রীতি বহির্ভূত।
জানা গিয়েছে, সমন্বয় কমিটির প্রথম বৈঠকে মিডিয়ার পক্ষপাতিত্ব নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছে কংগ্রেস। এই ব্যাপারে তাঁরা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ তুলে ধরে। তাঁদের দাবি, রাহুলের ভারত জোড়ো যাত্রা দেশের মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। সোশ্যাল মিডিয়ায় পেয়েছিল প্রশংসা। তা সত্ত্বেও দেশের কয়েকটি সংবাদমাধ্যম রাহুলের এই কর্মসূচি সঠিকভাবে তুলে ধরেনি বলে অভিযোগ। এই সংবাদমাধ্যমগুলি থেকে জোটকে সমদূরত্ব বজায় রাখার জন্য কংগ্রেসের তরফে আবেদন জানানো হয়। সূত্রের খবর, পক্ষপাতিত্ব করেছে এমন মিডিয়াগুলির নাম সমন্বয় কমিটির বৈঠকে উপস্থিত সকলের কাছে চান শারদ পাওয়ার। পরে অভিযুক্ত চ্যানেলগুলির একটি তালিকা তৈরি করা হয়। বৃহস্পতিবার প্রকাশ করা হয় সেই তালিকা। যেখানে দেখা যাচ্ছে ১৪ জন সঞ্চালকের নাম।
The following decision was taken by the INDIA media committee in a virtual meeting held this afternoon. #JudegaBharatJeetegaIndia #जुड़ेगा_भारत_जीतेगा_इण्डिया pic.twitter.com/561bteyyti
— Pawan Khera ?? (@Pawankhera) September 14, 2023
মোদি জমানায় গত কয়েক বছর ধরেই বিরোধী দলগুলিকে দেশের সংবাদমাধ্যমগুলির একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। বিজেপির কথায় একাংশের সংবাদমাধ্যম বিরোধীদের বক্তব্য সঠিকভাবে প্রচার করে না বলে অভিযোগ। কেন্দ্রের শাসক দলকে সন্তুষ্ট করতেই এবং তাদের চাপেই একাংশের মিডিয়া এই পক্ষপাতদুষ্ট আচরণ করে থাকে। মোদি সরকার সংবাদমাধ্যমের একাংশকে অর্থের বিনিময়ে কিনেছে বলেও অভিযোগ ওঠে। তার জেরেই এবার চূড়ান্ত পদক্ষেপ নিল ইন্ডিয়া জোট। নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক ও সঞ্চালকের পাশাপাশি রিপাবলিক টিভি, এএনআই ও টিভি নাইনকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট।