উচ্ছেদ অভিযানকে ঘিরে রণক্ষেত্র দুর্গাপুর।দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) জমি থেকে উচ্ছেদের অভিযানকে কেন্দ্র করে সিআইএসএফের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠে।প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সিআইএসএফের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়।রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এর জেরে ব্যাহত হয় যান চলাচল।ইতিমধ্যেই ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স পৌঁছে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে।
আরও পড়ুনঃ কেরলে নি*পা আত*ঙ্ক! কনটেনমেন্ট জোনের পরও ফের বাড়ল সংক্রমণের সংখ্যা
জুলাই মাসের শেষে দুর্গাপুর ইস্পাত কারখানা (দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপি) তাদের জমিতে থাকা দখলদারদের উচ্ছেদের নোটিস জারি করেছিল। তার পর থেকেই দাবি উঠতে থাকে পুনর্বাসনের। বৃহস্পতিবার সকালে ডিএসপি তামলা ব্রিজ সংলগ্ন এলাকায় সীমানা প্রাচীর দেওয়ার আগে ভূমিপুজোর আয়োজন করে। সেই উপলক্ষ্যে সংস্থার কর্মীরা এলাকায় প্রবেশ করতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুনর্বাসনের দাবি তুলতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ এলে তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বচসা গড়ায় ধস্তাধস্তিতে।স্থানীয়দের অভিযোগ, তাঁদের উপর লাঠিচার্জ করেছে সিআইএসএফ। এমনকি লাঠির ঘায়ে বেশ কয়েক জন আহত হয়েছেন। এরপরই এর প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।





































































































































