BSF-এর অত্যা.চারের বিরো.ধিতায় এবার সরব বিজেপিই! বিপা.কে স্বরাষ্ট্রমন্ত্রী

0
3

সীমান্ত এলাকায় নজরদারির পরিবর্তে ক্রমশ অত্যাচারের মাত্রা বাড়াচ্ছে বিএসএফ (BSF)। অমিত শাহের (Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সীমান্ত রক্ষী বাহিনীর কাজের বিরুদ্ধে শুধু তৃণমূল সরব হয় বলে কটাক্ষ করতেন বঙ্গের বিজেপি (BJP )নেতৃত্ব। এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) জেলা কোচবিহারেই উলটপুরাণ! বিএসএফের (BSF )‘বাড়বাড়ন্ত’ নিয়ে সরব বিজেপির (BJP) পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যেরা।

সরকারি কাজের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের গুরুত্ব বাড়াল কেন্দ্র!

কোচবিহারের দিনহাটা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন নিশীথ। স্বরাষ্ট্র মন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব যার কাঁধে সেই মন্ত্রীর নিজের জেলাতেই একগুচ্ছ অভিযোগ।মেখলিগঞ্জ সীমান্তের বাগডোকরা-ফুলকাডাবরী গ্রাম পঞ্চায়েতের চারুবাগান এলাকার বাসিন্দা দীপ্তি রায় ডাকুয়া বলছেন বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দানের গরু নিয়ে যাওয়ার সময় বিএসএফ বাধা দেয়। অকাট্য যুক্তি দিয়ে অযথা হেনস্থা করা হয় পাশাপাশি গরুটিকে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ সীমান্ত রক্ষী বাহিনী বিরুদ্ধে। এমনকি গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের গুলি করে মেরে ফেলার হুমকিও দেন বিএসএফের জওয়ানরা বলেই গ্রামবাসীদের অভিযোগ। পাশাপাশি দীপ্তি নামের মহিলাকে যথেষ্ট হেনস্থাও করা হয়।প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মেখলিগঞ্জ-ধাপরাগামী রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। এই বিষয়টি মেখলিগঞ্জের বিডিওকে জানানো হয়। স্থানীয় বিজেপি নেতারাও বিএসএফের অত্যাচারের কথা কার্যত স্বীকার করে নিয়ে জানিয়েছেন যে সীমান্ত রক্ষী বাহিনী কখনোই তাদের সঙ্গে সহযোগিতা করে না উপরন্ত অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজের জেলা সামলাতে পারেন না তিনি কী করে তৃণমূল সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।