কাকভোরে যান্ত্রিক গলোযোগের জেরে বাস থেকে নেমে জাতীয় সড়কে নেমে দাঁড়ান বেশ কিছু যাত্রী। এমনসময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক এসে পড়ে তাঁদের উপর। পিষে দেয় রাস্তার ওই বাসযাত্রীদের। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জন বাসযাত্রীর। আহত হয়েছেন আরও অন্তত ১২জন। ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে।
আরও পড়ুনঃ প্রাকৃতিক বিপ*র্যয়ের দাপটে লণ্ডভণ্ড লিবিয়ায় লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, নিখোঁ.জ বহু
জানা গেছে, রাজস্থানের পুষ্কর থেকে যাত্রীবোঝাই বাসটি যাচ্ছিল উত্তরপ্রদেশের বৃন্দাবনে। জয়পুর-আগ্রা জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে লক্ষণপুরের অন্তরা উড়ালপুলের উপর বাসটিতে যান্ত্রিক গলোযোগ দেখা যায়। সেখানেই দাঁড়িয়ে পড়ে বাসটি। তেল ফুরিয়ে গিয়েছে নাকি দেখতে বাসের চালক, সহকারী এবং বেশ কয়েক জন যাত্রী বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তাঁদের সামনে দাঁড়িয়েছিল বাসটি। এমন সময় পিছন থেকে একটি ট্রাক সজোরে ধেয়ে এসে তাঁদের ধাক্কা মারে। তার পর ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসটিতে।
দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও অন্তত ১২ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। মৃতদের মধ্যে পাঁচ জন পুরষ এবং বাকি ছ’জন মহিলা। মৃতেরা সকলেই গুজরাতের ভাবনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক উদ্ধারকাজ শেষ হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।