রেশন ডিলারদের কমিশন বাড়িয়ে ২০০ টাকা করা হোক, প্রধানমন্ত্রীকে চিঠি সৌগতর

0
1

তাদের কমিশন বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন রেশন ডিলাররা। এবার রেশন ডিলারদের সেই দাবিকে প্রধানমন্ত্রীর (Narendra Modi) কাছে পৌঁছে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। রেশন ডিলারদের কমিশন বাড়ানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ। সোমবার তিনি এই চিঠিটি পাঠিয়েছেন ৭ নম্বর লোক কল্যাণ মার্গের ঠিকানায়। তাঁর দাবি, রেশন ডিলারদের কমিশন বাড়িয়ে ২০০ টাকা করতে হবে।

সম্প্রতি রেশন ডিলারদের জন্য কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক কুইন্টাল পিছু বরাদ্দ রেশন দ্রব্যের জন্য কমিশন বা মার্জিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আগে কুইন্টাল পিছু ৭০ টাকা বরাদ্দ ছিল, সেই অর্থের পরিমাণ আরও ২০ টাকা বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছে। সৌগত চিঠিতে এই অর্থের পরিমাণ বাড়িয়ে ২০০ টাকা করার দাবি জানিয়েছেন। সৌগত রায় চিঠিতে উল্লেখ করেছেন, আগে রেশন ডিলাররা অসাধু উপায়ে রোজগার করতেন। সেক্ষেত্রে ভুয়ো রেশন কার্ড রেখে আবার কালোবাজারি করে রেশন ডিলাররা লাভ করতেন। তবে এখন অনলাইন পদ্ধতি চালু হাওয়ায় অসাধু উপায়ে আয় করার জায়গা নেই। তাই তাদের সমস্যার সমাধান করা হোক।

আরও পড়ুন- বুধবার I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক, আলোচনায় কোন কোন বিষয়?