মাত্র তিনদিনের মধ্যেই সব শেষ! মঙ্গলবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় বোনের শারীরিক অবস্থার কথা জানিয়ে রক্তের জন্য আবেদন করেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। এই পোস্টে সাড়া দিয়ে অনেকেই রক্ত দিতে এগিয়ে এসেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতেই মৃত্যু হয় পিয়াশী চট্টোপাধ্যায়ের (Piyashi Chatterjee)। ফেসবুকের পাতায় রক্তদাতাদের ধন্যবাদ জানানোর সঙ্গে বোনকে হারানোর খারাপ খবরটিও জানান অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)।
ডে.ঙ্গি নিয়ে ক্রমশ বাড়ছে চিন্তা। প্রায় প্রতিটি বাড়িতেই জ্বর হলে টেনশন বাড়ছে। রোগের ছোবল থেকে রেহাই পাচ্ছেন না কেউই। সাহেব জানান, “মাত্র তিন রাতেই ডেঙ্গু সমস্ত কিছু শেষ করে দিল।” বেলভিউর ক্রিটিকাল কেয়ারে ভর্তি ছিলেন তিনি, অবস্থার অবনতি হচ্ছিল। A+ পজিটিভ প্লেটলেটের রক্তদাতা চাই বলে লিখেছিলেন সাহেব। কয়েক দিনের জন্য বাইরে গিয়েছিলেন অভিনেতা। কলকাতা ফিরে বিমানবন্দর থেকে সোজা ছোটেন হাসপাতালে। পিয়াশী আসলে সাহেবের মাসির মেয়ে, মানুষ হয়েছেন তাঁদের বাড়িতেই। ছোটবেলায় মা-বাবাকে হারানোর জন্য সাহেবের মায়ের কাছেই থাকতেন তিনি। কিন্তু আচমকা যে এমনটা ঘটে যাবে, তিনি বুঝতে পারেননি। অভিনেতা জানিয়েছেন যে দু’দিনে মাল্টিঅরগ্যান ফেল করে যাওয়ায় বোনকে আর বাঁচানো গেল না। পিয়াশী দুমাসের সন্তানকে আপাতত সাহেবের বন্ধুর স্ত্রীর কাছে রাখা হয়েছে।