লিভ-ইন পার্টনারকে খু*নের অভি*যোগ পুরুষ সঙ্গীর বি*রুদ্ধে!

0
2

২৮ বছরের এক মহিলা (নয়না মাহাতো)বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। ভাবতেও পারেননি যে পরকীয়া সম্পর্কের (Extra Marital Affair)জেরে এত ভয়ঙ্কর পরিণতি হতে পারে তাঁর। স্ত্রীর সঙ্গে ষড়যন্ত্র করে নিজের লিভ ইন পার্টনারকে (Live in Partner) খুনের অভিযোগ মনোহর শুক্লা (Manohar Shukla)নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি কস্টিউম ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। সূত্রের খবর, পাঁচ বছর ধরে লিভ-ইন (Live in Partner Murder)সম্পর্কে ছিলেন নয়না ও মনোহর। ক্রমাগত বিয়ের জন্য চাপ আসতে থাকায় নিজের স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করে বান্ধবীকে মেরে ফেলেন অভিযুক্ত। ঘটনাটি মহারাষ্ট্রের।

অভিযুক্ত মনোহরের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। প্রেমিকার সঙ্গে তাঁর প্রতিমুহূর্তে গণ্ডগোল লেগেই থাকতো। দিনের পর দিন এই ঘটনা চলতে থাকায় অবশেষে খুনের সিদ্ধান্ত নেয় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ৯ অগাস্ট হত্যার পরে স্ত্রীর সাহায্য চেয়েছিল মনোহর। স্ত্রী সাহায্যে একটি স্যুটকেসে দেহটি ভরে ফেলার পরে গুজরাটের ভালসারে দেহ ফেলে দেওয়া হয়। মৃতার পরিবার ১২ অগাস্ট থানায় নিখোঁজ ডায়েরি করে। এরপর গত মঙ্গলবার মনোহর শুক্লা এবং তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। এরই পাশাপাশি জানা গিয়েছে, মনোহরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলাও দায়ের হয়ে রয়েছে।