ব্যাপক সাফল্য দুয়ারে সরকার শিবিরে, পরিষেবা পেয়েছেন ৭২ লক্ষ মানুষ

0
3

পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যে হয়েছে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচী। প্রতিবারের মত এবারও বিপুল সাড়া পড়েছে কর্মসূচিতে। এর প্রথম পর্যায়ে বুধবার পর্যন্ত রাজ্যে ৭৭ হাজার ৮৯৬টি শিবিরের আয়োজন করা হয়েছে। এরমধ্যে এদিন বিভিন্ন জেলায় ৮ হাজার ৬০টি শিবিরের আয়োজন করা হয় বলে সরকারি ভাবে জানানো হয়েছে। বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিতে এই শিবিরগুলিতে ৭১ লক্ষ ৬ হাজার ৩৮৯ জন মানুষ এসেছেন। এইদিকে জমা পড়া সব আবেদনগুলি পরীক্ষা করে উপভোক্তাদের হাতে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য দ্বিতীয় পর্যায়ে আগামী ১৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে ৯৯ হাজার ৬০টি শিবিরের আয়োজনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

আরও পড়ুন- বৃহস্পতি থেকে লাগাতার শিল্প-বাণিজ্য বৈঠক, মাদ্রিদ পৌঁছলেন মমতা