অনন্তনাগে সেনা-জ.ঙ্গি গু.লির ল.ড়াই, শ.হিদ ২ সেনাকর্তা ও ১ পুলিশ অফিসার

0
2

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই ভারতীয় সেনার। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল তিন জনের। মৃতদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের এক জন কম্যান্ডিং অফিসার। সেনাবাহিনীর এক জন মেজর এবং জম্মু ও কাশ্মীরের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদমর্যাদার এক অফিসার। মৃতেরা হলেন কর্নেল মনপ্রীৎ সিংহ, মেজর আশিস ডোনচাক এবং ডিএসপি হুমায়ুন ভট্ট।

সূত্রের খবর, অনন্তনাগের গাড়োল এলাকায় কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় ভারতীয় সেনা। এরপরই মঙ্গলবার গভীর রাত থেকেই তাঁদের খোঁজে তল্লাশি শুরু করে ভারতীয় সেনা। এদিন সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়। চলতে থাকে অবিরত গুলির লড়াই। কোকারনাগ এলাকায় গুলিবিদ্ধ হন দুই সেনাকর্তা এবং এক পুলিশকর্তা-সহ বেশ কয়েক জন। এই তিন হত্যার দায় স্বীকার করেছে রেসিসট্যান্ট ফ্রন্ট নামের একটি জঙ্গিগোষ্ঠী। তারা লস্কর-ই-তইবার একটি অংশ। এখনও জঙ্গিদের খোঁজে এলাকায় জারি রয়েছে তল্লাশি। এখনও অনন্তনাগের ওই এলাকায় চলছে অভিযান।

আরও পড়ুন- ব্যাপক সাফল্য দুয়ারে সরকার শিবিরে, পরিষেবা পেয়েছেন ৭২ লক্ষ মানুষ