মন্ত্রিসভার রদবদলের পরের দিনই একাধিক জেলার জেলাশাসক পদে বদল করেছে রাজ্য সরকার। প্রশাসনিক রদবদলের ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে সেই রদবদল হয়েছে একেবারে উত্তর-দক্ষিণ মিলিয়ে। সাম্প্রতিক অতীতে একসঙ্গে এত রদবদল হয়নি। উত্তর একাধিক জেলাশাসককে পাঠানো হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণ থেকে উত্তরে গেলেন অনেকে। মুখ্যমন্ত্রী স্পেন (Spain) সফরে যেতেই নবান্নের তরফে বদলির বিজ্ঞপ্তি জারি করা হল।
• উত্তর দিনাজপুরের জেলাশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন বর্তমানে আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা।
• টানা ৫ বছর উত্তর দিনাজপুরের জেলাশাসকের দায়িত্ব সামলানোর পর সরানো হচ্ছে অরবিন্দ কুমার মিনাকে।
• হাওড়ার দায়িত্ব পাচ্ছেন বর্তমানে হুগলিতে নিযুক্ত ড. দীপাপ প্রিয়া পি।
• দার্জিলিংয়ের জেলাশাসক তথা জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারি পোন্নাম্বালম এস পূর্ব বর্ধমানের দায়িত্ব পাচ্ছেন।
• পশ্চিম বর্ধমানের এস অরুণ প্রসাদ নদীয়ার দায়িত্বে আসছেন।
• উত্তর ২৪ পরগনা থেকে দার্জিলিং যাচ্ছেন প্রীতি গোয়েল।
• আলিপুরদুয়ারের দায়িত্বে আসছেন আর বিমলা। • • • অর্থ দফতরের বালাসুভ্রমণিয়ম হচ্ছেন কালিম্পংয়ের জেলাশাসক।
• প্রিয়াঙ্কা সিংলা পূর্ব বর্ধমানের দায়িত্ব পাচ্ছেন।
এছাড়াও কয়েকজন জেলাশাসককে প্রশাসনের অন্যান্য দফতরে বদলি করা হয়েছে।