শুরু হয়েছিল ২০১০ সালে। আর কবে তা শেষ হবে এতদিন ছিল সকলেরই অজানা। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর একটা দিশা পেলেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। ১২ বছর পরে হতে চলেছে পরীক্ষার ফলপ্রকাশ! মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার ফলপ্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৬ মাসের মধ্যে পরীক্ষার ফলপ্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১০ সালে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ২০১১ সালে লিখিত পরীক্ষা নেওয়া। তার পর ১২ বছর কেটে গেলেও ফলপ্রকাশ হয়নি। সেই মামলাতেই ফলপ্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
মাদ্রাসা সার্ভিস কমিশনের নেওয়া গ্রুপ ডি, মূলত অশিক্ষক কর্মচারী নিয়োগের প্রথম পরীক্ষা হয় নভেম্বর ২০১০-এ। এরপর প্রিলিমিনারি উত্তীর্ণ কয়েক লক্ষ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় বসেন ২৭ মার্চ ২০১১-এ। এরপর কবে ও কীভাবে তার ফলপ্রকাশ হবে কারওরই জানা ছিল না। পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫ লক্ষের বেশি। ক্লার্ক, লাইব্রেরিয়ান, সুইপার সহ একাধিক শূন্যপদে নিয়োগ হওয়ার কথা।
বামফ্রন্ট সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি হয়। জুনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসাগুলিতে এই নিয়োগ হওয়ার কথা। হাইকোর্টে এর আগে নিয়োগ সংক্রান্ত মামলায় মাদ্রাসা সার্ভিস কমিশনের বক্তব্য ছিল, বিপুল পরিমাণ পরীক্ষার্থীর চাপে সময়ে ফল প্রকাশ করা যাচ্ছে না।



































































































































