বজরং দলের(Bajrang Dal) সদস্য তথা গোরক্ষক মনু মানেসরকে(Manu Manesar) অবশেষে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। মঙ্গলবার মানেসর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। নূহ-তে হিংসার ঘটনার পাশাপাশি রাজস্থানে ভিওয়ানিতে দুই মুসলিম যুবককে হত্যার ঘটনায় নাম উঠে আসে মনু মানেসরের। সেই ঘটনাতেই এবার গ্রেফতার করা হয়েছে মনুকে। জানা যাচ্ছে, শীঘ্রই তাঁকে রাজস্থান পুলিশের হাতে তুলে দেবে হরিয়ানা প্রশাসন(Hariyana)।
গত জুলাই মাসে হরিয়ানার নূহ জেলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনায় নাম উঠে আসে মনু মানেসরের। নুহ-এর ঘটনার পাশাপাশি রাজস্থানের ভিওয়ানিতে দুই মুসলিম যুবকের মৃত্যু ঘটনাতেও উঠে আসে মনু মানেসরের নাম। বিজেপি শাসিত হরিয়ানার মনুর বিরুদ্ধে শুরুতে কোনও পদক্ষেপ না নেওয়া হলেও, প্রবল চাপের মুখে পড়ে সাম্প্রদায়িক হিংসার অন্যতম নায়ক মনুর বিরুদ্ধে তৎপর হয় পুলিশ। হরিয়ানা পুলিশের দাবি, গত ৭ মাস ধরে মনু মানেসরের খোঁজে শুরু হয়েছিল তল্লাশি। অবশেষে গ্রেফতার করা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, গ্রেফতারির পর মনু মানেসরকে রাজস্থান পুলিশের হাতে তুলে দেবে হরিয়ানা প্রশাসন। ভিওয়ানির ঘটনার জেরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। মনু মানেসরের গ্রেফতারির যে ভিডিয়োটি প্রকাশ্যে আসে, সেখানে দেখা যায়, সাধারণ পোশাক পরে পুলিশ মনু মানেসরের পিছু নেয়। এরপর সুযোগ বুঝে গ্রেফতার করা হয় তাঁকে।
উল্লেখ্য, মনু মানেসার বজরং দলের একজন বিশিষ্ট নেতার পাশাপাশি হরিয়ানার গুরুগ্রাম প্রশাসনের টাস্ক ফোর্সের বিশেষ গরু সুরক্ষা দলের সদস্য হিসেবে পরিচিত। রাজস্থানে দুইজন মুসলিম ব্যক্তিকে হত্যা সংক্রান্ত মামলায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে মনুর নাম।