পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন উত্তরাখণ্ডের রমেন্দু উপাধ্যায় (Ramendu Upadhyay)নামে এক লেফটেন্যান্ট কর্নেল (Lieutenant)। শ্রেয়া শর্মা (Shreya Sharma)নামে এক বান্ধবীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়িয়েছিলেন তিনি। তিন বছর পর বিয়ের জন্য চাপ দিতেই বান্ধবীকে খুন করার অভিযোগ উঠল সেনা (Indian Army) আধিকারিকের বিরুদ্ধে।
পুলিশ বলছে মৃতা নেপালের নাগরিক। তিনি শিলিগুড়িতে থাকতেন। এক ডান্স বারে সেনা আধিকারিকের সঙ্গে আলাপ এবং সেখান থেকে প্রেম। বেশ কয়েকদিন আগে দেরাদুনে বদলি হয়ে যান রমেন্দু। তাঁর সঙ্গে শিলিগুড়ি ছেড়ে দেরাদুনে চলে আসেন শ্রেয়াও। একটি ফ্ল্যাট ভাড়া করে শ্রেয়ার থাকার ব্যবস্থা করেন অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল। প্রায় তিন বছর ধরে চলা প্রেমের সম্পর্কে বারবার বিয়ের কথা বলছিলেন প্রেমিকা । কিন্তু সেনা আধিকারিক আগে থেকেই বিবাহিত হওয়ায় এই সম্পর্কে তিনি কিছুতেই বিয়ের প্রতিশ্রুতি দিতে পারছিলেন না। অথচ বান্ধবী চাপ দিচ্ছিলেন। তাই লেফটেন্যান্ট কর্নেল শ্রেয়াকে খুনের ছক কষেন। নাইট ক্লাব থেকে মদ্যপান করিয়ে লং ড্রাইভে নিয়ে গিয়ে মাথায় হাতুড়ি দিয়ে মেরে শ্রেয়াকে খুন করেন সেনা আধিকারিক। দেরাদুন পুলিশ (Dehradun Police)ঘটনার তদন্তে নেমে রমেন্দু উপাধ্যায়কে আটক করেছে।






































































































































