পঙ্কজ রায়ের বাড়িতে পরিচারিকা নির্যা*তনের মা*মলা, পুলিশের কাজে বির*ক্ত আদালত

0
1

রাজ্যের প্রাক্তন ক্রিকেটারের কলকাতার বাড়িতে পরিচারিকা নির্যাতনের (ex cricketer pankaj roy house maid abuse case)অভিযোগ উঠতেই রীতিমতো শোরগোল পড়ে গেছিল। সেই মামলার শুনানিতে আদালতে (Calcutta High Court) ভর্ৎসনার মুখে পুলিশ (Shyampukur Police)। বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযুক্তদের হঠাৎ ফোন করতে নির্দেশ দেন বিচারপতি। সরাসরি বিচারপতির প্রশ্ন পঙ্কজ রায়ের নাতি ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও কেন এখনও তাঁরা অধরা? জয় সেনগুপ্তর (Jay Sengupta)প্রশ্নবাণে কার্যত অসহায় দেখায় শ্যামপুকুর থানার পুলিশকে (Shyampukur Police Station)। আগামী ৫ অক্টোবর ফের শুনানির দিন ধার্য করা হয়েছে।

পঙ্কজ রায়ের নাতি পুষ্কর রায় ও পুত্রবধূ মিতা রায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন কুমারটুলির বাড়ির পরিচারিকা। শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। বাড়িতে কাজের সময় তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ওই পরিচারিকা। নির্যাতিতার আইনজীবী আদালতে জানান, প্রথম থেকেই এই মামলায় অসহযোগিতা করে এসেছে শ্যামপুকুর থানার পুলিশ। ঘটনার দিন রক্তাক্ত অবস্থাতেই থানায় অভিযোগ জানালেও কোনও সুরাহা মেলেনি। একাধিকবার নির্যাতনের পর মেডিক্যাল রিপোর্ট নিয়ে আসতে বলা হয়। এরপরই বিচারপতি বলেন অভিযুক্তদের দুজনের যে কোনও একটি মোবাইলে ফোন করুন। তিনি ফোন সুইচ অফ পাওয়া যাবে বলেও জানান। ঠিক তাই হয়। এরপর বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন আগামী ৫ অক্টোবর তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে আদালতে।