EZCC-তেই এবছর পদ্মের দুর্গাপুজো, উদ্বোধনে কে?

0
2

হাতে মাত্র ৩৮ দিন। তারপরেই জমজমাট দুর্গাপুজো (Durga Puja)। গত বছরের মতো এবারেইও দেবী আরাধনার প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি (BJP)। বিজেপির কালচারাল সেল এবং রাজ্য নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (EZCC)পদ্মের দুর্গাপুজো আয়োজিত হবে। সেক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুজোর উদ্বোধন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বাংলায় বিজেপির অবস্থা যে খুব একটা ভাল নয় তা বুঝতে পারছেন বিজেপির দিল্লির নেতারাও। তাই দুর্গাপুজোর মাধ্যমে বাংলায় জন সংযোগ বাড়ানোই মূল লক্ষ্য গেরুয়া শিবিরের বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। রাজ্য বিজেপি পুজো উদ্বোধনের বিষয়ে দিল্লিতে প্রস্তাব পাঠাবে বলে জানা যাচ্ছে। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষকে আগেই বলতে শোনা গেছিল যে এইভাবে রাজনৈতিক দলের পুজো কখনই সমর্থনযোগ্য হতে পারে না। গতবারেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, প্যান্ডেলে দুর্গাপুজো হয় হইহই করে। যাঁরা হলের মধ্যে পুজো করেন তাঁরা প্রকৃত অর্থেই জনবিচ্ছিন্ন। যদিও বিজেপির এবারের দুর্গাপুজোতে আদৌ কোনও চমক থাকছে কিনা তা এখনও পরিষ্কার নয়।