আজ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামে ভারতীয় দল। আর এই ম্যাচে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন লঙ্কানদের বিরুদ্ধে খেলতে নেমে ৫৩ রান করেন হিটম্যান। আর এই রান করতেই রেকর্ড গড়লেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন রোহিত। বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন ভারতীয় দলের অধিনায়ক। রোহিতের আগে এই কৃতিত্ব রয়েছে ভারতের পাঁচ ক্রিকেটারের।

এদিন মাঠে নামার আগে এই মাইলফলক স্পর্শ করতে রোহিতের বাকি ছিল ২২ রান। লঙ্কানদের বিরুদ্ধে ছক্কা মেরে নতুন মাইলফলকে পৌঁছান তিনি। ২৪৮তম ম্যাচ খেলে ১০ হাজার রান পূর্ণ হল রোহিতের। এর আগে ভারতের আরও পাঁচ ব্যাটার এই কৃতিত্ব অর্জন করেছেন। এরা হলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি। একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম রোহিত। প্রথম কোহলি। ২০৫টি ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন বিরাট। রোহিত ১০ হাজার রান পূর্ণ করলেন ২৪১তম এক দিনের ইনিংসে। সচিন নিয়েছিলেন ২৫৯টি ইনিংস। সচিনের পরই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ২৬৩টি ইনিংসে ১০ রান পূর্ণ করেছিলেন একদিনের ক্রিকেটে। উল্লেখ্য, মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫০তম এক দিনের ম্যাচ খেললেন রোহিত।
আরও পড়ুন:সুনীলদের প্রথম একাদশে থাকা নির্ভর জ্যোতিষের হাতে, ভারতীয় দল নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য











































































































































