মুর্শিদাবাদের রানিনগর (Raninagar) ২ নম্বর পঞ্চায়েতের স্থায়ী সমিতির গঠন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্দেশ দেওয়ার সময় বিচারপতি অমৃতা সিন্হা (Amrita Sinha) বলেন, যেহেতু ১২টা বেজে গিয়েছে, যদি এর মধ্যে সমিতি গঠনের কাজ শুরু হয়ে যায়, তাহলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না। ১৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।

বোর্ড গঠনে বাধা দিতে রানিনগর (Raninagar) পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে- এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস (Congress)। তারা আদালতে জানায়, তাদের স্থায়ী সমিতির মোট সদস্য সংখ্যা ৪২। ধৃত সদস্যরা ভোটাভুটিতে অংশ নিতে চান। এই পঞ্চায়েতে কংগ্রেস খাতায় কলমে সংখ্যাগরিষ্ঠ হলেও কয়েকজন সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেন।
আরও পড়ুন: মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর নিথর দেহ ঘিরে চা*ঞ্চল্য! তদন্তে পুলিশ

গত শুক্রবার বাম এবং কংগ্রেস (Congress) রানিনগরে বিজয় সমাবেশের ডাক দেয়। সেখানেও তারা বাধার মুখে পড়ে বলে অভিযোগ। সমাবেশ থেকে ফেরার পথে এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রানিনগর থানায় ঢুকে তাণ্ডব চালান কংগ্রেস কর্মীরা। থানা লক্ষ্য করে তুমুল ইটবৃষ্টি করা হয়। অভিযোগ, তৃণমূলের পার্টি অফিস মান্নান হোসেন ভবনেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সোমবারই, রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হওয়ার কথা ছিল। তা নিয়ে এলাকায় উত্তেজনাও দেখা যায়।



 
 
 
 































































































































