বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেটাকে পাখির চোখ করে তোড়জোড় শুরু করেছে আলিমুদ্দিন। তরুণ ব্রিগেডকে সামনে রেখে হারানো জমি ফিরে পেতে মরিয়া আলিমুদ্দিন। চলতি বছরের শেষের দিক থেকে রাজ্যজুড়ে পদযাত্রা করবে বামেরা। DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়ের (Meenakshi Mukharjee) নেতৃত্বে হবে ব্রিগেড (Brigade) সমাবেশ। পক্ককেশ বৃদ্ধদের সরিয়ে তরুণ প্রজন্মকে সামনে আনতে চাইছেন বিমান বসু- মহম্মদ সেলিমরা।
সংগঠন সূত্রে খবর, জানুয়ারি মাসে ব্রিগেড সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণার পর দেওয়াল লেখার কাজ শুরু হবে। ইতিমধ্যে প্রত্যেকটা জেলা কমিটিকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই এই ব্রিগেড সমাবেশ ঘিরে জেলায় জেলায় প্রচার পদযাত্রা চলতে থাকবে। এই সব প্রচার ও মিটিং- এর দায়িত্বে থাকবেন নতুন প্রজন্মের কমরেডরা। ফলে মীনাক্ষী ও সৃজনদের কাঁধে ভর দিয়েই লোকসভা ভোটের প্রস্তুতি সারতে চাইছে আলিমুদ্দিন।
আরও পড়ুন: রানিনগর ২ নম্বর পঞ্চায়েতের স্থায়ী সমিতির গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের, কবে সিদ্ধান্ত!
অন্যদিকে প্রায় ১৫ বছর বাদে বাম যুব সংগঠনের ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এর আগেও বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন ২০০৮ সালে শেষবার বাম যুব সংগঠনের (DYFI) ডাকে বিগ্রেড সমাবেশ হয়েছিল। ফলে এবার ব্রিগেড সমাবেশের আগে নজর থাকবে মীনাক্ষি ও সৃজনের দিকে।