Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
11

১) সেই ভিলেন বৃষ্টি। এশিয়া কাপ গ্রুপ পর্বের ম‍্যাচের মতন সুপার ফোরের ভারত-পাক ম‍্যাচও ভেস্তে গেল বৃষ্টির জন‍্য। ম‍্যাচ হবে রিজার্ভ ডে সোমবার। সুপার ফোরের এই ম‍্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে, এই আশঙ্কা করেই ছিল এসিসির।

২) ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। ফাইনালে তিনি হারালেন ড্যানিল মেদভেদেভকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩। সার্বিয়ার এই ৩৬ বছর বয়সী টেনিস তারকা ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেললেন।

৩) বাংলাদেশকে দাপটে সঙ্গে হারিয়ে অনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন ভারত। এই নিয়ে ভারতের ছোটরা পাঁচবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতল। রবিবার ভুটানের রাজধানী থিম্পুতে ছিল প্রতিযোগিতার ফাইনাল। বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে সাফ সেরা ভারত। দুই গোলদাতা ভরত লাইরেনজাম এবং লেভিস জংমিনলুন।

৪) কিংস কাপে ব‍্যর্থ ভারতীয় দল। এদিন কিংস কাপের তৃতীয় স্থান অর্জন করতে মুখিয়ে ছিল ব্লু টাইগার্সরা। কিন্তু লেবাননের কাছে ১-০ গোলে হারল ইগর স্টিম‍্যাচের দল। এই হারের ফলে কিংস কাপে চতুর্থ হল টিম ইন্ডিয়া। একেবারেই ভালো খেলতে পারেনি টিম ইন্ডিয়া।

৫) কলকাতা লিগে পিয়ারলেসের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল মোহনবাগান। এই জয়ের ফলে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল রোহেনের। এই ম‍্যাচ হারলেই সুপার সিক্স থেকে দূরেই সরে যেত সবুজ-মেরুন ব্রিগেড।

আরও পড়ুন:অনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন ভারত, দুই গোলদাতা ভরত লাইরেনজাম এবং লেভিস জংমিনলুন