প্রয়াত বিশিষ্ট শিশু সাহিত্যিক দীপ মুখোপাধ্যায়, শোকস্তব্ধ সাহিত্যিকমহল

0
1

প্রয়াত বিশিষ্ট শিশু সাহিত্যিক দীপ মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। রবিবার ভোর ৫টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলতি বছরেই পশ্চিমবঙ্গ সরকারের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার পান বিশিষ্ট এই শিশু সাহিত্যিক।

আরও পড়ুনঃ বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
বর্ষীয়ান মানুষটির সাহিত্যের বিভিন্ন শাখায় ছিল অবাধ বিচরণ। তবে ছড়াতেই সিদ্ধি ছিল সর্বাধিক। চমৎকার অন্ত্যমিলের মজার পাশাপাশি নান্দনিক চিত্রকল্প তৈরিতেও ছিলেন সিদ্ধহস্ত। বাংলার শ্রেষ্ঠ ছড়াকারদের অন্যতম দীপের আরেক পরিচয় পেঁচা বিশেষজ্ঞ। সংগ্রহে ছিল নানা ধরনের পেঁচার মূর্তি। সারা বিশ্বের পেঁচার সাংস্কৃতিক অবস্থান সম্পর্কে তাঁর ছিল অগাধ জ্ঞান।
পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পড়াশুনা করার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। চাকরিও করেন বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেডে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার সাংস্কৃতিক জগতে। দীপের প্রয়াণে বাংলার ছড়াচর্চার ক্ষীণ হয়ে আসা ধারার প্রভূত ক্ষতি হয়ে গেল বলে মনে করছে সাহিত্যিক মহল।