সিগন্যালিং-এ ত্রুটি! প্রায় ৩৫ মিনিট দাঁড়িয়ে রইল হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত

0
1

মোদির সাধের বন্দে ভারত চালু হওয়ার পর থেকেই একের পর এক বিপত্তি। এ বার হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত হাওড়া স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই দাঁড়িয়ে যায়। জানা যায়, বর্ধমান স্টেশনে সিগন্যালিং পয়েন্টে বিপত্তির জেরে প্রায় ৩৫ মিনিট আটকে পড়ে ট্রেনটি। দুর্ভোগে পড়ে রেলের উপর ক্ষোভ উগড়ে দেন যাত্রীরা।

আরও পড়ুনঃপ্ল্যাটফর্মেই এল না বন্দে ভারত এক্সপ্রেস!হাওড়া স্টেশনে বিক্ষো.ভ ,বিকল্প ট্রেনেই মালদহে রওনা রাজ্যপালের

রবিবার নির্ধারিত সময়ে ভোর ৫টা ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। জলপাইগুড়িমুখী ট্রেনটি ৬টা ৫১ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনে পৌঁছয়। আর তারপরই বিপত্তি। সিগন্যালিংয়ের সমস্যায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। প্রায় সাড়ে ৭টা নাগাদ পর্যন্ত আটকে পড়ে ট্রেনটি। ৩৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর ফের গন্তব্যে রওনা দেয় ট্রেনটি।এর জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।