গণধর্ষণের শিকার নির্যাতিতার অসহায় আর্তি, নগ্ন মহিলা রাস্তায় ঘুরে ঘুরে একটু সাহায্য চাইছেন কিন্তু সভ্য সমাজ তাঁর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ছবি রাজস্থানের ভিলওয়াড়ার (Bhilwara, Rajasthan)। নগ্ন মহিলা কোনওমতে ধর্ষকদের থেকে পালিয়ে আসতে পেরেছিলেন। গায়ে একটা সুতো নেই। সেই অবস্থা দেখে কেউ তাঁকে সাহায্য করতে চাননি। পরে অবশ্য কয়েকজন তাঁকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন। এবং তাঁদের দেওয়া পোশাক পরেই দ্রুত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

রাজস্থানের এই ঘটনায় আবারও নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। নির্যাতিতা জানিয়েছেন, দুই অভিযুক্তের একজন তাঁকে আলাদা দেখা করতে বলেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় সন্ধেবেলা রাস্তা থেকে তাঁকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।







































































































































