INDIA-কে ভয়! সমন্বয় কমিটির বৈঠকের দিনই ইডি-র তলব, মোদিকে তু.লোধনা অভিষেকের

0
3

INDIA জোটকে ভয় পেয়েছে মোদি সরকার। সেই কারণেই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। তার নবতম উদাহরণ ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল ইডি (ED)। রবিবার সেই চিঠি পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তুমুল আক্রমণ করেন অভিষেক।

INDIA জোটের সমন্বয় কমিটির বৈঠক রয়েছে ১৩ সেপ্টেম্বর। সেই কমিটিতে অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইন্ডিয়া জোট যতই শক্তিশালী হচ্ছে ততই ভয় পাচ্ছে বিজেপি। তার জেরে এখন দেশের নাম ভারত করার প্রচেষ্টাতেও লেগে পড়েছে তারা। এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিহিংসার ন্যক্কারজনক উদাহরণ উঠে এলো রবিবার সন্ধেয়। ১৩ তারিখ সমন্বয় কমিটির বৈঠকের দিনই ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির দম্ভের শূন্যতাকে আক্রমণ করলেন অভিষেক।

তিনি লেখেন, “ভারতের সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর দিল্লিতে, যেখানে আমি একজন সদস্য। কিন্তু ইডি ঠিক একই দিনে তাদের সামনে হাজির হওয়ার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে এখনই একটি নোটিশ দিয়েছে! ৫৬-ইঞ্চি ছাতির ভীরুতা এবং শূন্যতা দেখে অবাক না হয়ে পারছি না।
#Fear of India”

আরও পড়ুন- শিক্ষকদের সংরক্ষিত পানীয় থেকে তেষ্টা মেটানোর ‘অপরাধে’ বেধড়ক মা*র দলিত ছাত্রকে, থানায় পরিবার