প্রযুক্তিতে নয়া প্রগতি। দেশের বিভিন্ন প্রান্তে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার মান উন্নয়নে এবার আরও একধাপ এগিয়ে গেল ভারত। ৫জির পর এবার ৬জি পরিষেবা আসতে চলেছে। শুক্রবার নেক্সট জি অ্যালায়েন্স ও ভারত ৬জি অ্যালায়েন্সের (NextG Alliance and Bharat 6G Alliance)মধ্যে মউ (MOU)স্বাক্ষরিত হল। দুই সংস্থার তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও আমেরিকা দুই দেশই নির্ভরযোগ্য ও সুরক্ষিত টেলিকমিউনিকেশন ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে কাজ করছে। দুই দেশ দ্রুত ৬জি নেটওয়ার্ক (6G Network)পরিষেবা চালু করতে মিলিতভাবে কাজ করতে চলেছে।

ফাইভ জি (5G)পরিষেবা আগেই চালু হয়েছে। এই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেশের বড় বড় মেট্রো সিটিতে ইতিমধ্যেই কার্যকরী হয়েছে। আরও একধাপ এগিয়ে এবার ৬জি-এর সঙ্গে পরিচিত হতে চলেছে ভারত। জি অ্যালায়েন্স জানিয়েছে, এটিআইএস (ATIS)ইতিমধ্যেই কোরিয়ার ৫জি ফোরাম, জাপানের বিয়ন্ড ৫জি প্রোমেশন কনসর্টিয়াম ও ইউরোপের ৬জি স্মার্ট নেটওয়ার্ক অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। সারা বিশ্ব জুড়ে মোবাইল ওয়্যারলেস ইকোসিস্টেম গড়ে তুলতে ভারত ৬জি অ্য়ালায়েন্সের সঙ্গে যে চুক্তি করেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।ভারত ৬জি অ্যালায়েন্সের প্রধান সুব্রমণ্যম জানিয়েছেন যে ৬জি পরিষেবা বিশ্বে জীবনযাত্রার মানোন্নয়ন করবে। সেই লক্ষ্যে এই পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।







































































































































