গেরুয়া মুছে ধূপগুড়ির রঙ সবুজ, ২৪-এর আগে ‘উত্তরে’ বড় জয় তৃণমূলের

0
1

২১-এর হারানো গড় ২৩-এ দখল নিল তৃণমূল। লোকসভা ভোটের আগে বিজেপিকে জোর ধাক্কা দিয়ে ‘উত্তুরে বাতাসে’ উড়ল সবুজ আবির। ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচনে বড় জয় পেল তৃণমূল কংগ্রেসেরই। বিজেপিকে রীতিমতো ফুঁৎকারে উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। পদ্ম শিবিরের তাপসী রায়কে হারালেন শাসকদলের প্রার্থী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের তৃণমূলের এই জয় নিঃসন্দেহে ঘাসফুলের মনোবল আরও শক্ত করবে।

২০২১ সালে ৪হাজার ভোটের ব্যবধানে ধূপগুড়ি কেন্দ্রের দখল নিয়েছিল বিজেপি। সেই ৪হাজার ভোটই ফিরিয়ে দিল সাধারণ মানুষ। ২০২৩ সালে ৪হাজার ৩৫৫ ভোটে জয়ী হল তৃণমূল। ধূপগুড়িতে তৃণমূলের জয় প্রসঙ্গে জয়ী প্রার্থী নির্মল চন্দ্র রায় জানালেন, “আমাদের নেত্রীর আশীর্বাদে জয়লাভ করেছি। আত্মবিশ্বাস থেকেই জয়লাভ।“

শুক্রবার সকালে নির্দিষ্ট সময়েই শুরু হয় ধূপগুড়ি উপ নির্বাচনের ভোটগণনা৷ গোটা বিষয়টি পরিদর্শনের জন্য গণনাকেন্দ্রে উপস্থিত জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক মৌমিতা গোদারা বসু।