লোকসভার আগে দেশজুড়ে উপনির্বাচনে NDA-কে টেক্কা দিল INDIA!

0
2

লোকসভা ভোটের আগে দেশজুড়ে উপনির্বাচনে বিরাট ধাক্কা খেল ববিজেপি তথা NDA জোট। অন্যদিকে, দুরন্ত পারফরম্যান্স INDIA জোটের। সর্বভারতীয় পর্যায়ে মোদি বিরোধী জোট INDIA তৈরি হওয়ার পর গত ৫ সেপ্টেম্বর গোটা দেশে ৭টি বিধানসভা আসনের উপনির্বাচন হয়েছিল। যে ৭টি আসনে উপনির্বাচন হয়েছে সেগুলি হল পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, ত্রিপুরার বক্সানগর ও ধনপুর, ঝাড়খণ্ডের ডুমরি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, উত্তরপ্রদেশের ঘোসি এবং কেরলের পুথুপল্লি।

এই উপনির্বাচন থেকে অন্তত এটা স্পষ্ট হয়েছে কেন্দ্রের বিজেপিকে হারানো সম্ভব। ৭টি আসনের মধ্যে বিজেপি বা NDA জোট জিতেছে ৩টি আসনে। যার মধ্যে দুটি আবার ত্রিপুরার। যেখানে ভোটের নামে প্রহসন হয়েছে। বিরোধীরা গণনা বয়কট করেছে। আর বিরোধী জোট INDIA জোট শরিকরা জিতেছে ৪টি আসনে।

ত্রিপুরার দুটি আসনে জিতেছে বিজেপি। সেই সঙ্গে উত্তরাখণ্ডের বাগেশ্বর আসনে জিতেছে। অন্যদিকে, ধূপগুড়িতে জিতেছে তৃণমূল, উত্তরপ্রদেশের ঘোসি আসনে বিজেপির দারাসিং চৌহানকে হারিয়ে জিতেছেন সমাজবাদী পার্টির ভগবতী প্রসাদ, কেরলের পুথুপল্লিতে জিতেছে কংগ্রেস এবং ঝাড়খণ্ডের ডুমরিতে জয় পেয়েছে INDIA জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।

বিজেপি যে তিন আসনে জিতেছে তার মধ্যে দুটি ত্রিপুরার। যা নিয়ে তৃণমূল নেত্রী মমতাবন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘ওখানে ভোটই হয়নি। লুঠ হয়েছে।’ উপনির্বাচনের ফলাফল নিয়ে খুশি কংগ্রেসও। কেরলে প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডির ছেলে চাণ্ডি উমেন সেখানে রেকর্ড মার্জিনে জিতেছেন। এদিন ৭টি আসনের ফল প্রকাশের পর কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির শেষের শুরু হয়ে গেছে। যে সাত আসনে ভোট হয়েছে তা ৬টি রাজ্যে ছড়িয়ে। এটা নমুনা হিসাবে ধরলে বোঝা যাবে উত্তরপ্রদেশের মতো রাজ্যেও ওদের পায়ের তলার মাটি সরছে।