আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর। সকাল থেকে এখনও অবধি সূর্যের দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও দিনভর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার থেকে কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উইকএন্ডেও বৃষ্টি থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গ।
আরও পড়ুনঃ চিন, রাশিয়ার পর এ বার জি২০ সম্মেলনে আসছেন না স্পেনের প্রেসিডেন্টও, জানালেন কারণও
হাওয়া অফিস সূত্রের খবর,আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে আজ দিনভর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শনিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আজ কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকবে। তবে বেলা গড়ালে সূর্যের মুখ দেখা যেতেও পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৯ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ২০.২ মিলিমিটার।