আমেরিকায় ট্রাম্পের সঙ্গে গল্ফ খেললেন ধোনি, দেখলেন আলকারাজের ম‍্যাচও, ভাইরাল মুহূর্ত

0
1

তাঁর ব‍্যক্তিগত জীবন সবসময়ই আড়ালে রাখতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অবসরের পর তেমন কোনও আপডেট পাওয়া যায় না। মাঝে মাঝে হয়তো সাক্ষী ধোনির ইনস্টায় উঠে আসে কীভাবে রাঁচিতে নিজের ফার্মে সময় কাটাচ্ছেন মাহি। কিন্তু এদিন ফের ভাইরাল ক‍্যাপ্টেন কুল। কখনও নিউইয়র্কে টেনিস তারকা আলকারাজের খেলা দেখতে তো, কখনও আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেলায়। যেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখন আমেরিকায় গিয়েছেন এমএস ধোনি। সেখানে গিয়ে কখনও  ইউএস ওপেন দেখতে যান মাহি। নিউইয়র্কে আলকারাজের কোয়ার্টার ফাইনালে দেখা যায় তাঁকে। আবার ট্রাম্পের সঙ্গে কখনও গল্ফ খেলতেও দেখা যায়।

এদিন যে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেললেন মাহি। নয়া লুকে ধরা দেন ধোনি। মাহি যে গল্ফ কোর্সেও সমান ভাবে স্বচ্ছন্দ, এদিনের আগে সেটা হয়তো তেমন কেউ জানতেন না। অন্যদিকে ট্রাম্প হচ্ছেন যাকে বলে গল্ফ প্রেমী। হোয়াইট হাউসে থাকাকালীনও নিজের প্রাইভেট গল্ফ কোর্সে ঘনঘন চলে যেতেন। তাঁর ব্যক্তিগত গল্ফ কোর্সে এসে খেলে গিয়েছেন বিশ্বের তাবড় তাবড় গল্ফার সহ অন্য ফিল্ডের সেলিব্রেটিরাও। ন্যাশনাল গল্ফ কোর্স বেডমিনিস্টারে গল্ফ খেললেন বিশ্বের দুই অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। ধোনির বন্ধু ব্যবসায়ী হিতেশ সাংভি এই ভাইরাল ছবি পোস্ট করেছেন।

এদিন ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, দুই তারকাই একসঙ্গে গল্ফ খেলছেন। ধোনির টেকনিকের ওপর নজর রাখছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি।

 

View this post on Instagram

 

A post shared by Hitesh Sanghvi (@hitesh412740)

আরও পড়ুন:অমিতাভ বচ্চনের পর এবার সচিনকে বিশেষ সম্মান বিসিসিআইয়ের