র.ণক্ষেত্র রানিনগর, মিছিলের নামে পুলিশের সঙ্গে ‘দাদাগিরি’ অধীরের!

0
3

পুলিশকে লক্ষ্য করে ইট, থানা থেকে শুরু করে তৃণমূলের (TMC)পার্টি অফিসের সামনে জ্বলল আগুন। র.ণক্ষেত্র রানিনগর (Raninagar), গুণ্ডামির অভিযোগ কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। নিজের গড়েই মিছিলে বাধা পেলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। আজ শুক্রবার ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতিতে স্মারকলিপি জমা দিতে যান কংগ্রেস সাংসদ। আর তখনই বহরমপুরে পুলিশের (Behrampore)সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বহরমপুরের কংগ্রেস সাংসদ। পুলিশি বাধা অগ্রাহ্য করে এগিয়ে যেতে গেলে কংগ্রেসের মিছিল ফের আটকায় পুলিশ। আর তখনই তাঁদের উপর চড়াও হয় ‘হাত’ সমর্থকরা।

কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে থানা, তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে। কংগ্রেস কর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে মারধর করেন বলে জানা যাচ্ছে। ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন। আরও ২-৩ জন পুলিশের অবস্থা গুরুতর। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বেই কংগ্রেস সমর্থকরা রানিনগর থানায় কার্যত তাণ্ডব চালায় বলে অভিযোগ, চলে ইটবৃষ্টি-ভাঙচুর। তৃণমূলের পার্টি অফিসেও আগুন লাগানো হয়।